জামালপুর সিডস একটি বাংলাদেশি শীর্ষস্থানীয় বীজ কোম্পানি। আমাদের সুস্পষ্ট লক্ষ্য বাংলাদেশে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং কৃষকের জন্য সমৃদ্ধি বয়ে আনা। প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ২০০৪ সালে জামালপুর সিডস কোম্পানির যাত্রা শুরু করেন। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা বাংলাদেশে এফ১ হাইব্রিড শাকসবজি এবং ফলের বিতরণ ও সম্প্রসারণে বিভিন্ন এশীয় কোম্পানির সহযোগিতায় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।
আমাদের কার্যক্রমের মূলভিত্তি হলো আমাদের গবেষণা এবং উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর অ্যান্ড ডি) নির্ভর পরীক্ষা খামার, যেখানে আমরা বাংলাদেশের জলবায়ুর পক্ষে সবচেয়ে উপযুক্ত নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় জাতগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্বাচন করি। সর্বোচ্চ ফলন এবং কৃষকের আর্থিক লাভ নিশ্চিত করে এমন সর্বোৎকৃষ্ট বীজ এবং পরীক্ষিত-জাতগুলো বাজারজাতকরণে আমরা বদ্ধপরিকর। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদাকে বিবেচনায় রেখে একটি উৎপাদনশীল এবং ঘাতসহ কৃষিখাত বজায় রাখতে সহযোগিতা করে যাওয়া।
Farm experts
Milk products
Dairy licenses
Gold awards
Farm experts
Milk products
Dairy licenses
Gold awards
©CopyRight 2025 | Jamalpur Seeds. Developed by Arch3type