উদ্ভিদ রোগবিদ ড. রাংসী দিভারাঙ্গকুন ঢাকার কাওরান বাজারে জামালপুর সীডসের এফ১ হাইব্রিড তরমুজ সুইট ব্ল্যাক–২ পর্যবেক্ষণ করছেন।
টেকনাফ, কক্সবাজারের কৃষক মোস্তাক মৃধার জমিতে জামালপুর সীডসের এফ১ হাইব্রিড মেলন অ্যারোমা সুইটের বিপুল ফলন।
চাষি ভাইদের জন্য সুখবর, থাইল্যান্ড থেকে আমদানীকৃত জামালপুর সীডস এর নিজস্ব আর এন্ড ডি কর্তৃক অভিজ্ঞ কৃষিবিদ কর্তৃক ৩–৪ বছর যাবৎ নিয়মিত গবেষনায় যাচাই–বাচাইকৃত F1 হাইব্রিড মেলন বীজ এ্যরোমা সুইট ও F1 হাইব্রিড বারমাসী তরমুজ সুইট ব্ল্যাক–২ বীজ চাষ করে চাষি অভূতপূর্ব ফলন পেয়ে চাষি এবং অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছে। চাষি খুব খুশি।
জামালপুর সীডস এর অত্যন্ত জনপ্রিয় ভ্যারাইটি মেলন এ্যারমা সুইট। এটি বাংলাদেশের বিভিন্ন জেলাতে চাষিরা চাষাবাদ করে আসছেন। এই ফলের ভ্যারাইটিটি তার অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এর গুণগত মানের স্বাদ এবং গন্ধের জন্য চাষী অতি মাত্রায় লাভোবান হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের অর্থকারী ফসল গুলোর মধ্যে এ্যারোমা সুইট মেলন চাষীদের জন্য উজ্জ্বল ভূমিকা পালন করবে। তাই চাষীদের লাভের কথা চিন্তা করে জামালপুর সীস গুণগত মানের বীজ আমদানী করে থাকে এবং ভবিষত্যও তার মান ধরে রাখতে বদ্ধ পরিকর । তাই জামালপুর সীডস এর আসল বীজ কিনুন, অধিক লাভোবান হয়ে সম্মৃধ্যশালী হন।
সুইট ব্ল্যাক–২ সারা বছর ধরে, তাড়াতাড়ি ফলন হয়, এবং ফল সমান, লম্বাটে, কালো, মিষ্টি ও সুস্বাদু, ওজন ৩–৫ কেজি। এখন বপন করলে রমজান মাসে ফলন আশা করা যায়।
এ্যরোমা সুইট ক্যান্টালুপ জাতের মেলন, মিষ্টি ফল এবং কচকচে (ক্রিপ্সি) কমলা রং এর সাঁশ।
©CopyRight 2025 | Jamalpur Seeds. Developed by Arch3type